উলভারহ্যারম্পটন ওয়ান্ডারার্স থেকে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন মাথেউস কুনহা।
ক্লাবের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ৬ কেটি ২৫ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ মিটিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেয়েছে ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির সামনে সুযোগ আছে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর।
ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যোগ দিয়ে কুনহা জানান, “সেই ছোট্ট বেলায় ব্রাজিলে দাদির বাড়িতে যখন টিভিতে প্রিমিয়ার লিগ দেখতাম, তখন ইউনাইটেড ছিল আমার প্রিয় ইংলিশ ক্লাব। আর সে সময় আমি এই লাল শার্ট পরার স্বপ্ন দেখতাম।”
“সতীর্থদের জানতে এবং আসন্ন মৌসুমের প্রস্তুতির জন্যই প্রাক মৌসুম শুরু করার জন্যব আমার তর সইছে না। আমার সব মনোযোগ এখন কঠোর পরিশ্রম করে দলের গুরুত্বপূর্ণ সদস্যা হওয়া এবং দলকে শীর্ষে ফেরানোর দিকে।”