বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ফাওজুল কবির খান বলেছেন, ‘আবাসিকের ক্ষেত্রে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও কোনো সম্ভাবনা নেই। আমার পক্ষে যদি সম্ভব হতো, তাহলে আমি ঢাকাতেও আবাসিকভাবে গ্যাস বন্ধ করে দিতাম’।
শুক্রবার (১৩ জুন) সিলেটের গোলাপগঞ্জে কৈলাসটিলা এমএসটিই প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
গ্যাসের আবাসিক সংযোগ বন্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, শিল্পকারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ঘাটতি, সেখানে বাসাবাড়িতে গ্যাস সংযোগ অপচয়। এটার পেছনে যে ব্যয় হয়। আর এই গ্যাস থেকে যে টাকা পাওয়া যায় তার মধ্যে বিস্তর ফারাক।
তিনি বলেন, ‘আমরা একটা ব্যবস্থা করছি। সেটা হচ্ছে যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয়; সেসব এলাকায় স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। প্রাইভেট সিলিন্ডার যে রকম ১ হাজার ৪৫০ টাকা; আর আমরা যে গ্যাস সিলিন্ডার দেব সেগুলো ৮০০ টাকা। এখনই ইমিডিয়েট দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে প্রচুর গ্যাস আমদানি করতে হয়। সেটি কীভাবে কমানো যায়, সেটার চেষ্টা চলছে। একটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে প্রায় প্রতিবছর ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমছে। সেই তুলনায় আমরা যেটা নতুন অ্যাড করতে পারছি, সেটি বড়জোর ৬০ থেকে ৭০ সিএফটি। এর ফলে ঘাটতি কমাতে গ্যাস আমদানি করতে হচ্ছে।’
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পড়ে থাকার কারণ জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা বলেন, এর কারণ হচ্ছে যা প্রয়োজন নাই তার থেকে বেশি বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। গ্যাসের সরবরাহের কথা বিবেচনা না করে এগুলো করা হয়েছে।’
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম প্রমুখ।
আই/এ