ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি এবং এ ঘটনায় জড়িত মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। শনাক্ত দুই জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।
এ পুলিশ কর্মকর্তা বলেন, এ দুইজনের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সকল বন্দরকে সতর্ক করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে তথ্য নিয়ে পুলিশ কাজ করছে।
আই/এ