খেলাধুলা

ম্যানসিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক

ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা নিশ্চিত করেছেন তিনি ক্লাব ছেড়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ১৪ টি বড় শিরোপা জিতেছেন সিটিতে যোগ দেওয়ার পর। একটি চ্যাম্পিয়নস লিগ ও ৬ টি প্রিমিয়ার লিগ আছে তার ঝুলিতে।

শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যানসিটি ছাড়ার কথা জানিয়েছেন ডি ব্রুইনা।

তিনি লিখেছেন, এটা লেখা একেবারেই সহজ নয়। তবে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি, এই দিন আসবেই। এই দিনটা এখন- আর আপনারা আমার থেকেই এটা শোনার আশা করবেন।‘

ফুটবল আমাকে এই শহরে এবং আপনাদের সবার কাছে এসেছে। আমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আমি জানতাম না, এই সময়টা আমার জীবন পাল্টে দেবে। এই শহর, এই ক্লাব, এই মানুষগুলো... আমাকে সবকিছু দিয়েছে। আমার কাছে আর কোন উপায় ছিল না, শুধু সবকিছু ফিরিয়ে দেওয়া যায়। আর ধারণা করো কী হলো আমরা সবকিছু জয় করেছি।

এরপর তিনি লিখেছেন, সব গল্পের শেষ আছে। তবে এটা অবশ্যই সবচেয়ে সেরা অধ্যায়। চলুন শেষ মুহূর্তগুলো একসাথে উদযাপন করি।‘

চলতি বছরের জুনে ম্যানসিটির সঙ্গে ডি ব্রুইনার মেয়াদ শেষ হবে। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। যা শুরু হচ্ছে আগামী ১৪ জুন থেকে, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন কেভিন ডি ব্রুইনা | ম্যানচেস্টার সিটি