কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন মাদকদ্রব্য বহনের অভিযোগে আটক হয়েছেন। জানা যায়, গত রোববার (৩০ মার্চ) বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আটক হয়েছেন।
জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’, ২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টনকে আটকের খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনটি বলছে, বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে কার্টনের সংশ্লিষ্টতা আছে। সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন তিনি পুলিশকে এ ব্যাপারে সহায়তা করবেন।
আগামী ১৮ এপ্রিল কেইম্যান দ্বীপপুঞ্জে শুরু হবে উত্তর আমেরিকা কাপ। কানাডার সেখানে খেলার কথা রয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে দলীয় অধিনায়ক বিষয়ে এমন খবর প্রকাশিত হওয়ায় কিছুটা চিন্তিত দল। কানাডার ক্রিকেট বোর্ড অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার সবচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি এই পরিস্থিতিতে অধিনায়ক কার্টনের সমর্থনে থাকবে বোর্ড।
এমএইচ//