দেশজুড়ে

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৩ বাস কাউন্টারকে জরিমানা

ছবি: সংগৃহীত

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীর বাউফলে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বাউফল পৌর শহরের পাবলিক মাঠের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃতীক কুমার কুন্ড।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে বাউফল পৌর শহর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলোর ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা আদায় করা হচ্ছিলোএমন অভিযোগের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে কিংস পরিবাহন, মুন পরিবাহন ও চেয়ারম্যান পরিবাহনে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকাগামী যাত্রী মাসুম বিল্লাল বলেন, তিনি ঢাকা ধোলাইপাড় যাবেনবাউফল ট্রাভেলসের ভাড়া ছিলো ৬০০ টাকা সেখানে ১০০০ টাকা করে ভাড়া কাটছে। এই অভিযান তাদের মতো সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই ভালো কিছু হবে। প্রতিবছর ঈদে উপলক্ষে ১২শ/১৩শ করে ভাড়া কাটা হয়। ঢাকা থেকে যখন তিনি আসছিলেন তখনোও ১ হাজার টাকায় টিকিট কেটেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পটুয়াখালী | জরিমানা