খেলাধুলা

চলে গেলেন পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার ফারুক হামিদ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার ফারুক হামিদ ৮০ বছর বয়সে মারা গেছেন। ১৯৬৪ সালে হামিদ পাকিস্তানের হয়ে একটি টেস্ট খেলেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তার পরিবারের বরাতে জানা যায়, তিনি ক্যান্সারে ভুগছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ফারুক হামিদের মৃত্যুর খবর নিয়ে বিবৃতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই সাবেক ক্রিকেটারের মৃত্যুতে শোক জানিয়েছেন।

পাকিস্তানের ক্রিকেট যখন বেশ খানিকটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছিল, তখন হামিদের ক্রিকেট উত্থান ঘটে। তিনি ছিলেন মূলত একজন ফাস্ট মিডিয়াম বোলার। তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।

ঘরোয়া ক্রিকেটের বিভাগীয় দল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং আঞ্চলিক দল লাহরের হয়ে খেলেছেন হামিদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ টি ম্যাচ খেলে ২৫.২১ গড়ে ১১১ উইকেট সংগ্রহ করেছেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সে দলে ডাক পেয়ে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন হামিদ। হানিফ মোহাম্মদের অধীনে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে ইয়ান চ্যাপেলের উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচটি ড্র হয়েছিল।

২৫ বছর বয়সে ক্রিকেট ছাড়েন ফারুক হামিদ। জানা যায়, তিনি ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ফারুক হামিদ | পাকিস্তান