ফুটবল

ডি ব্রুইনার বিদায়ে কাঁদলেন গার্দিওলা

১০ টি বছর, একটি ক্লাব। প্রতিটি বছরের নতুন নতুন গল্প। তবে এবার সেই গল্পের সমাপ্তি।  ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে কেবিন ডি ব্রুইনার বিদায় অনুষ্ঠান।  চোখের পানি আটকতে পারলেন না দলটির কোচ পেপ গার্দিওয়ালাও। 

কিংবদন্তির বিদায়ে দিন, তাইতো পুরো ম্যানচেস্টার সিটি হয়েছিলো ডি ব্রুইনাময়। বিশাল আকারের তিফো থেকে থেকে শুরু করে ছোট ছোট প্লাকার্ড।  সব জায়গায় বার্তা বেলজিয়ান এই মিডফিল্ডারের জন্য। 

২০১৫ সালে সেপ্টেম্বরে সিটির হয়ে অভিষেক হয় ডি ব্রুইনার।  ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৪২১ ম্যাচে খেলে করেছেন ১০৮টি গোল এবং অ্যাসিস্ট ১৭৭টি। 

এক দশকে প্রিমিয়ার লিগে যে আধিপত্য গড়েছে ম্যান সিটি, সেই সাফল্যের হৃৎপিণ্ড ছিল ডি ব্রুইনার পা। মাঝমাঠে তাঁর সৃষ্টিশীলতা, আর নিখুঁত পাস ছিলো প্রতিপক্ষের জন্য হুমকি। 

শেষ ৮ মৌসুমে ক্লাবটির ৬টি লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি।  এছাড়াও সিটির হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ শিরোপা জিতেছেন তিনি।

৩৩ বছর বয়সী ডি ব্রুইনা মঙ্গলবার রাতে ম্যানসিটির মাঠে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। তবে ম্যাচটি আরও রাঙ্গাতে পারতেন তিনি।  বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে মিস করেছেন সহজ একটি গোলের সুযোগ। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গার্দিওয়ালা