বিএনপি

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে : মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচন এপ্রিলের বদলে ফেব্রুয়ারিতে এগিয়ে আনার যে প্রস্তাব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, তাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে  এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন,  আমরা লক্ষ করলামবৈঠকটির পরেই একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে পরিষ্কার করে বলা হয়েছে, একটি সুন্দর পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল নির্বাচন ইস্যু। এই ইস্যুতে তারেক রহমানের যে প্রস্তাব, প্রধান উপদেষ্টা যে এপ্রিলের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছেন সেটি উপযুক্ত সময় নয়। ফলে তিনি সময়টিকে আরও এগিয়ে নিয়ে আসতে বলেছেন এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই প্রথম বৈঠকেই তিনি সফল হয়েছেন। এখন যেটা প্রয়োজন, সেটি হলো অতীতের ছোটখাটো কথাবার্তা হয়েছে; সেগুলো ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটাই প্রত্যাশা ছোটখাটো সমস্যাগুলো সমাধান করে আমরা যেন অতি দ্রুত একটি নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। জাতির যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারি এবং গত ১৫ বছরে ফ্যাসিস্টদের যে কাঠামো সেটিকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে যেন আমরা রূপান্তর করতে পারি।

প্রসঙ্গত,  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল