স্বাস্থ্য

১৮ দিন পর চালু হলো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে স্বাভাবিক সেবা কার্যক্রম ভালু হয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। শনিবার (১৪ জুন) সকাল থেকে হাসপাতালটির সব বিভাগে পুরোদমে চালু হয়েছে চিকিৎসাসেবা।

এদিন সকাল থেকেই হাসপাতালে এসেছেন চিকিৎসক, নার্স ও অন্য স্টাফরা। এছাড়া সেবা প্রার্থীদের ভীরও দেখা গেছে হাসপাতালে। 

হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছে, 'সকাল থেকেই চিকিৎসক ও অন্যান্য স্টাফরা হাসপাতালে এসেছে। এছাড়া রোগীরাও আসছেন। স্বাভাবিক ভাবেই সবাইকে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা।' 

এর আগে গেল ২৫ মে দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে বিষপান করেন সেখানে চিকিৎসাধীন চার জুলাইযোদ্ধা।

পরে গত ২৮ মে জুলাই জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসকনার্সকর্মকর্তা ও কর্মচারীদের সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটে। এর জেরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চক্ষুবিজ্ঞান #হাসপাতাল #চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট