আন্তর্জাতিক

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা বাতিল

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, ইরান ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ শুরু হওূয়ার পরিপ্রেক্ষিতে রোববারের (১৫ জুন) আলোচনা বাতিল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া এক্সে এক পোষ্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘এই রোববার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় চলছিল। তবে ইসরাইল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়ে গেল।

এর আগে,  তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়,  ‘অন্য পক্ষ (মার্কিন যুক্তরাষ্ট্র) এমনভাবে কাজ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একইসঙ্গে ইহুদিবাদী সরকারকে (ইসরাইল) ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়ে কাজ ভাগ করেও নিতে পারেন না। ’

ইসমাইল বাঘাই বলেন, ইসরাইল কূটনৈতিক প্রক্রিয়ায় ‘প্রভাব বিস্তারে সফল হয়েছে’। ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরাইলি হামলা সম্ভব হত না।

 এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান