আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত

৫০ মিনিট ধরে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইল সংঘাত ঘিরে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন। শীর্ষ দুই নেতার ফোনালাপে ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা থামানোসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের অফিস ক্রেমলিন।

শনিবার ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির সংবাদ সংস্থাগুলোকে জানান,  মার্বিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান। উভয় নেতার ফোনালাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

ইউরি উশাকভ আরও বলেন, দুই নেতার মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে কথা হয় এবং আলোচনাকে ‘অর্থবহ ও উপকারী’ হিসেবে বর্ণনা করেন।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের আলোচনা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয় নিয়ে নতুন ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, গেলো শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলে ড্রোন ও মিসাইল হামলা চালোচ্ছে ইরান। ইসরাইলের ওপর এই হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আর তেহরানে ইসরাইলের বিমান হামলার পেছনে যুক্তরাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছে অভিযোগ করে পরমাণু শান্তি আলোচনা বাতিল করেছে ইরান।  

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #পুতিন #ট্রাম্প