আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত

পরমাণু আলোচনা বানচাল করতেই ইরানে হামলা চালাচ্ছে ই্সরাইল: এরদোয়ান

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান ছবি: সংগৃহীত

ইরানের ওপর সাম্প্রতিক হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি-এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা বানচাল করতেই ইরানে হামলা চালাচ্ছে বলেও জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এতথ্য জানিয়েছে।প্রেসিডেন্ট এরদোয়ানের কার্যালয় জানায়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, ইসরাইলকে অবশ্যই থামানো উচিত, তাহলে উত্তেজনা কমবে। আর পারমাণবিক সংকটের সমাধান কেবলমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব।

তুরস্কের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যুদ্ধ যদি আরও বিস্তৃত আকার ধারণ করলে  পুরো অঞ্চলে অনিয়মিত অভিবাসনের ঢেউ সৃষ্টি হতে পারে, যা প্রতিটি দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। ফোনালাপে এরদোয়ান জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিতে এবং পারমাণবিক আলোচনা বানচাল করতেই ইরানে হামলা চালাচ্ছেন।

গাজায় চলমান গণহত্যা থেকে আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ সরিয়ে নিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলেও ইরানের প্রেসিডেন্ট জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #এরদোয়ান #ইরান