জাতীয়

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি ভিত্তিহীন: প্রেস উইং

বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তা করা হচ্ছে এমন তথ্য সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে প্রেস উইং জানিয়েছে, জাতীয় পতাকা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই এবং এ সংক্রান্ত প্রচার সম্পূর্ণভাবে মিথ্যাচার।

ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সিএ প্রেস উইং ফ্যাক্ট’ এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম-বিশেষত এক্স (পূর্বে টুইটার)-এ যেভাবে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকায় পরিবর্তন আনতে চাচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রেস উইং জানায়, একটি ডিজিটালি তৈরি কল্পিত পতাকার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশেষ করে পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে এই গুজব ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে বাংলাদেশের কোনো স্বীকৃত সংবাদমাধ্যম এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি।

গুজবটিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের পতাকায় পাকিস্তান ও তুরস্কের অনুকরণে ইসলামি চাঁদ-তারকা যোগ করার চিন্তা করা হচ্ছে। এই গুজবে অংশ নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ কয়েকজন প্রভাবশালী এক্স ব্যবহারকারী।

এ গুজবের সূত্রপাত হয় ৪ জুন ‘@SouthAsiaIndex’ নামের একটি পাকিস্তানপন্থি এক্স অ্যাকাউন্ট থেকে। এই অ্যাকাউন্ট থেকেই প্রথমবারের মতো ওই কল্পিত পতাকার ছবি প্রকাশ করা হয়। পরবর্তীতে সেটিই ভুয়া প্রতিবেদনে ব্যবহৃত হয় এবং ছড়িয়ে পড়ে।

এই প্রচারণাকে একটি পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করেছে প্রেস উইং। প্রেস উইং জানায়, ‘এটি পরিচয় ভিত্তিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার করে জাতীয়তাবাদী ও রক্ষণশীল জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে চেয়েছে।’

এছাড়া প্রেস ইউং আরও জানিয়েছে, এমন অপপ্রচার নতুন নয়। গেল বছরের জুলাই মাসে গণ-আন্দোলনের সময় ‘@AsianDigest’ নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভুয়া দাবি করা হয় যে ছাত্রনেতারা নতুন পতাকার প্রস্তাব দিয়েছে। সেই পোস্টটিও পরে খণ্ডন করা হয়।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় পতাকা #প্রেস উইং