ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে চরম উত্তেজনার বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন মধ্যপ্রাচ্যে জরুরি সহায়তা দেয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। কিয়ার স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে। তিনি বলেন, টাইফুন এবং আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজসহ সামরিক বিমানগুলো "এই অঞ্চল জুড়ে জরুরি সহায়তার জন্য" পাঠানো হচ্ছে।
এদিকে ইরান ও ইসরাইলের সংঘাতময় পরিস্থিতিতে কিয়ার স্টারমার শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন বলে তার সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে আগ্রাসী বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এ ছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় দখলদার বাহিনী। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ ৮০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।
জবাবে শুক্রবার রাতে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আঘাত হানে তেলআবিবে। ওই হামলায় চারজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।
এমএ//