আন্তর্জাতিক

আবারও ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা,পাইলটসহ সব আরোহী নিহত

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) ভোরে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। 

ভারতীয় সংবামাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের মাত্র ১০ মিনিট পর গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় এটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি জঙ্গলে আছড়ে পড়ে। এটি আরিয়ান এভিয়েশন কোম্পানির ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পাইলট (পাঁচজন তীর্থযাত্রী ও একজন শিশু রয়েছেন। যারা সকলেই দগ্ধ হয়ে মারা গেছে। তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে কেদারনাথ মন্দির দর্শনের জন্য এসেছিলেন।

স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে হেলিকপ্টার দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করা না গেলেও যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়াকেই সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এটি কেদারনাথ মন্দির খুলে দেওয়ার পরবর্তী ছয় সপ্তাহে পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা। দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পুরনো টুইটার) দুর্ঘটনার শোক প্রকাশ করেছেন। পোস্টে তিনি  নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, এই দুর্ঘটনাটি আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যে ঘটল। গেল বৃহস্পতিবার (১২ জুন)  গুজরাটে একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৭০ জন নিহত হন। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এবং সেটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর আছড়ে পড়েছিল। এতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য নিহত হয়।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #উত্তরাখণ্ড