আর্জেন্টাইন গোলরক্ষক মানেই যেন পেনাল্টি ঠেকাতে পারদর্শী। ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উসতারির পেনাল্টি সেভে হার এড়িয়েছে ইন্টার মায়ামি। এছাড়াও আল আহলির বিপক্ষে উসতারি পুরো ম্যাচে মোট ৮ টি সেভ দিয়েছেন। ম্যাচসেরার স্বীকৃতিটাও উঠেছে তার হাতেই।
৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষকে অনেকে হয়তো নাও চিনতে পারেন। ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার গোলরক্ষক ছিলেন তিনি। যা ছিল আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম শিরোপা। এছাড়াও মেসির সাথে ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাও জিতেছেন উসতারি। তবে জাতীয় দলে তেমন সুযোগ মেলেনি, খেলেছেন কেবল দুটি ম্যাচ।
রোববার বাংলাদেশ সময় ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ব্যস্ত থাকতে হয়েছে আল আহলির গোলরক্ষকেও। ৫ টি সেভ দিয়ে গোলবঞ্চিত করেছেন ইন্টার মায়ামিকে। শেষ পর্যন্ত মিসরীয় ক্লাবটির বিপক্ষে গোল শূন্য ড্র নিয়ে মাঠে ছাড়তে হয়েছে লিওনেল মেসিদের।