আন্তর্জাতিক

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এএফপি

এবার মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ইয়েমেন থেকে দখলদার ইসরাইলে হামালো চালানো হয়েছে। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

আল মাসিরাহ টিভির বরাতে আলজাজিরা জানিয়েছে, হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে ইরানি সেনাবাহিনীর সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকটি "ফিলিস্তিনি ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র" ব্যবহার করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তুগুলো ইসরাইলের 'সংবেদনশীল' স্থান 'অধিকৃত জাফা অঞ্চলে ইসরাইলি শত্রু'। 

এ হামলায় মধ্য ইসরাইলে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। 

এছাড়া ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, দুই দিনের হামলায় ইসরাইলের মোট ১০ জন নিহত এবং ২৭০ জন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৩৫ জন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #হুতি