বিনোদন

অপু-বুবলীর পোস্ট: কি চায় তারা, মন জয় না মনমালিন্য!

বায়ান্ন বিনোদন ডেস্ক

আজ বিশ্ব বাবা দিবস। আর এই বিশেষ দিনে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং তার সন্তানদের মিষ্টি মুহূর্তগুলো ভক্তদের কাছে আনন্দ নিয়ে এসেছে।  শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর পোস্ট করা ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে বাবা-সন্তানের ভালোবাসার সম্পর্ক, যা ভক্তদের কাছে বেশ মনোমুগ্ধকর মনে হয়েছে।

বিশ্ব বাবা দিবসের সকালেই শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ফেসবুক থেকে প্রথম পোস্টটি করেন। ভিডিওতে দেখা যায়, শাকিব তার ছেলে আব্রাহাম খান জয়কে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে শুনছেন। মুগ্ধ হয়ে শাকিব তার ছেলের গান শুনে বেশ উচ্ছ্বসিত হয়ে বলছেন, ভেরি গুড! সাথে করতালি দিয়ে প্রশংসাও করছেন। ক্যামেরার পেছন থেকে অপু বিশ্বাস এসব মুহূর্ত তার ফোনের ক্যামেরায় ধারণ করে।  

পোস্টে অপু লেখেন, বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা-ছেলে সম্পর্কের দিকে যেন কখনো কোনও খারাপ নজর না লাগে।

অপু বিশ্বাসের এই পোস্টে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এবার অপেক্ষা বুবলীর ফেসবুক স্ট্যাটাসের! কারণ বেশিরভাগ সময় অপু এবং বুবলী দুজনেই একে অপরকে ছাপিয়ে যেতে চায়। আর এখানেও তার ব্যতিক্রম হবে তা ভাবা তো একেবারেই ভুল। আর ঠিক তাই হলো। অপুর পোস্ট করার পর পরই শাকিবের দ্বিতীয় স্ত্রী পোস্ট করেন। 

অপুর পোস্টের মাত্র ২১ মিনিট পরই শবনম বুবলীও তার ফেসবুকে বাবা-ছেলের ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, শাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে বেডরুমে বসে কার্টুন দেখছেন। যদিও শাকিব খান কিছুটা ক্লান্ত এবং চোখে-মুখে ঘুমভাব। তবুও বাবা-ছেলে তাদের খুনসুটিতে মেতে আছেন।  

ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, বাবাকে পাপ্পা দাও তো! এরপর শাকিব খান ছেলেকে বেশ কয়েকটি পাপ্পা দেন,সাথে বীরও শাকিবকে পাপ্পা দেন। আর সেই মুহূর্তটি বুবলী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

ভিডিও পোস্ট করার সাথে ক্যাপশনে লিখেছেন,"যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা”।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্ব বাবা দিবস #অপু বিশ্বাস #শবনম বুবলী #শাকিব খান