জাতীয়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হওয়ায় ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ এসময় রাজধানীর প্রেস ক্লাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রোববার (১৫ জুন) দুপুর সোয়া ১টার দিকে প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর ফটকের কাছে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,  মিছিলকারীরা ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ের ফটকের কাছাকাছি চলে গেলে পুলিশ তাদের থামার অনুরোধ করে। আন্দোলনকারীরা সেই অনুরোধ না মেনে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে, পুলিশ প্রথমে পাঁচটি ও পরে আরও দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। পরে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গিয়ে প্রেস ক্লাব মোড়ে অবস্থান নেন।

এক নিবন্ধনধারী জানান, তারা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছেনঅথচ সরকার বারবার তা উপেক্ষা করছে। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে অথচ ১৭তম ব্যাচের সমস্যার সমাধান করছে না। তাই বাধ্য হয়েই আজ সচিবালয়ের সামনে অবস্থান নিতে চান

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে

১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে।

২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।

৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

ডিসি মাসুদ আলম বলেন, সচিবালয় এলাকা গুরুত্বপূর্ণ নিরাপত্তা অঞ্চল। এখানে সভা-সমাবেশ নিষিদ্ধ। মিছিলকারীরা তা অমান্য করে এগোতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়েছে।

 

আই/এ