আন্তর্জাতিক

ইরানে স্টারলিংক চালু করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ইরান সরকারের পক্ষ থেকে স্থলভিত্তিক ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার পর উপগ্রহনির্ভর ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন, মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।  

শনিবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে মাস্ক লিখেন, “The beams are on,” । অর্থাৎ “সংযোগ চালু হয়েছে।”

ইরান সরকার শুক্রবার (১৩ জুন) সকালে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। ইরানি যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন টাইমস জানিয়েছে, ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ ও তথ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেছেন ইলন মাস্ক।

তার আগে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করে। হামলায় শীর্ষস্থানীয় সরকারপন্থি কর্মকর্তাদের লক্ষ্য করা হয়। একারনে ইরানে তীব্র উত্তেজনা সৃস্টি হয়।

ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলের হামলা ইরানের শাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সুযোগ তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য আন্দোলন ঠেকাতেই ইরান সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে। 

শুক্রবারই মার্কিন রক্ষণশীল টকশো সঞ্চালক মার্ক লেভিন স্টারলিংকের মাধ্যমে ইরানিদের পুনরায় ইন্টারনেট সংযোগ দিতে ইলন মাস্ককে অনুরোধ করেন।  এক পোস্টে তিনি বলেন,  স্টারলিংক চালু করা হলে ইরানি শাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। এরপরই ইলন মাস্ক জানান, স্টারলিংক চালু করা হয়েছে।

উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে স্পেসএক্সের মালিকানাধীন একটি উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা।  এই পরিষেবা পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে দূরবর্তী বা সংযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে ইন্টারনেট সরবরাহ করে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইলম মাস্ক