বিনোদন

যাদের অভিনয় দেখে বড় হয়েছেন পারসা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

অভিনয়ের দক্ষতা ও মডেলিং এর মাধ্যমে নিজের শক্ত এক জায়গা তৈরি করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন তিনি এবং নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। 

সম্প্রতি দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার কথা জানিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন পারসা। 

তিনি তার ইনস্টাগ্রামে ছবির এক ক্যাপশনে লিখেছেন, যাদের অভিনয় দেখে বড় হয়েছি আজ তাদের সান্নিধ্যে আসার সুযোগ পেলাম। এমন এক মুহূর্তের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।

তার এই পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেছেন পারসা। যেখানে দেখা গেছে, গুণী কিছু অভিনেতার সঙ্গে গেট টুগেদারে অংশ নিচ্ছেন তিনি। যারা তাকে ছোটবেলায় অভিনয় করতে অনুপ্রাণিত করেছিলেন।  

পারসার এই অনুভূতির পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার ভক্তরা পোস্টটির নিচে একের পর এক ইতিবাচক মন্তব্য করছেন। একজন লিখেছেন, এত সুন্দর প্রতিভাবান এবং হাসিখুশি আপনি, সত্যিই অসাধারণ! অন্য একজন মন্তব্য করেছেন, মাশাল্লাহ, সবাই খুব সুন্দর লাগছে। ঈদ মুবারক!

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পারসা ইভানা #অভিনয়ের দক্ষতা ও মডেলিং #অভিনেত্রী