দেশজুড়ে

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

সিলেটের গোয়াইনঘাট পর্যটন কেন্দ্রে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

শনিবার (১৫ জুন) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জাহিদকে বহিষ্কারের তথ্য জানানো হয়। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম।

এতে বলা হয়,  দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাহিদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত জাহিদের কোনো ধরনের অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বহিষ্কারের পর নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়েছেন জাহিদ খান লেখেন, আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ব্যক্তি নয়, দলই বড়আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো, এমন কিছু লিখবেন না যাতে দলের কোনো ক্ষতি হয় বা আপনাদের সম্মানহানি ঘটে

এর আগে ১৪ জুন সকালে জাফলং পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিক্ষোভের নেতৃত্ব দেন জাহিদ খান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বহিষ্কার #যুবদল