দেশজুড়ে

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো মায়ের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মাগুরায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম বন্দনা খাতুন (৪২)। রোববার (১৫ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ধলহারা মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত বন্দনা মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা শাহিনুর খন্দকারের স্ত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বন্দনা খাতুন তার ছেলে সাহাবী হোসেনের মোটরসাইকেলে ধলহারার নিজ বাড়ি থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্দারতলা এলাকায় একটি স্পিড ব্রেকার চোখে না পড়ায় সাহাবী হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পেছনে বসা বন্দনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আইয়ুব আলী আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাগুরা #ছেলে #মা নিহত