আন্তর্জাতিক

ইসরাইলের রাজধানীতে ইরানের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের হামলার পর তেল আবিবে ক্ষতিগ্রস্ত এলাকা ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানে হামলার এক ঘণ্টার মাথায় পাল্টা জবাব দিয়েছে দেশটি। ইসরাইলের রাজধানী তেল আবিব এবং বন্দর নগরী হাইফায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলায় এক পুরুষ ও দুই নারীসহ তিনজন নিহত হয়েছে।

সোমবার (১৬ জুন) ভোরে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইয়ানেত নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলের পেতাহ টিকভা এলাকায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের সবার বয়স ৭০ এর বেশি। উদ্ধারকারী দল তৎপরতা শুরু করেছে।

ইসরাইলের গণমাধ্যম টাইমস অফ ইসরাইল জানায়, হামলায় পেতাহ টিকভা এলাকায় ২০ তলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ভবনের ৪র্থ ২ ৫ম তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে,  হামলার পর চারটি ভিন্ন স্থান থেকে  প্রায় ৬৭ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে ৩০ বছর বয়সী একজন মহিলাও রয়েছেন যার অবস্থা গুরুতর।

অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের মধ্যে ছয়জন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। বাকিরা সামান্য আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলের পুলিশ জানিয়েছে, পুলিশ এবং বোম্ব ডিস্পোজাল ইউনিট ওই এলাকায় পৌছেছে।  বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকায় জড়ো না হতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনকে সব ধরণের সহায়তা চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান