ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু এবং হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে পরপর দুটি স্থানে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল বহরসহ একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শৈলকূপা পৌর এলাকার কবিরপুরে বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির জানালা, দরজা, আসবাবপত্র এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে।
মনিরুল ইসলাম হিটু কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থক বলে জানা গেছে।
পরে একই মোটরসাইকেল বহর নিয়ে দুর্বৃত্তরা হাকিমপুর ইউনিয়নের খালকুলা গ্রামে অবস্থিত ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতেও হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
দুইটি হামলার ঘটনাতেই দুর্বৃত্তরা সিসি ক্যামেরা, দরজা-জানালাসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এলাকা থেকে দ্রুত পালিয়ে যায়।
এসকে//