আন্তর্জাতিক

ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তন চায় না ইসরাইল

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইরানে বিদ্যমান শাসনব্যবস্থা পরিবর্তন করতে চায় ইসরায়েল সরকার, এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিলো, খামেনি (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা) কি ইসরাইলি সামরিক আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু? তখন গিদিয়ন সার বলেন, ইরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্য ইসরাইল সরকারের নেই। 

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিলো, ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছে ইসরাইল। সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছেও উপস্থাপন করেছে ইসরাইলী কর্তৃপক্ষ। কিন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের এমন প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল