আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা ইরানের নেই: ইরানের প্রেসিডেন্ট

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা ইরানের নেই। ইরানের পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন। চারদিন ধরে ইরানে ইসরাইলের চলমান হামলার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরনা এসব তথ্য জানিয়েছে। 

মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে ইরানী জাতিকে শেষ করতে পারবে না। একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে, আরও শত শত বীর সেই পতাকা তুলে নেবেন। তাঁরা এই কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

তিনি আরও বলেন, ইরানিরা ‘আগ্রাসনকারী’ না। তাদের ওপর যে আগ্রাসন শুরু হয়েছে, তাঁর বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত রেখে শক্তভাবে দাঁড়াতে হবে।

এসময় তিনি জানান, পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরকারের আলোচনা চলছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল