ঢালিউডের বহুল আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। প্রায় দীর্ঘদিন ধরেই শাকিব খানকে কেন্দ্র করে তাদের মধ্যে টানাপড়েন চলছে। আর কথা যখন ওঠে শাকিবের,তখন তো এই দুই অভিনেত্রীর মধ্যে প্রায়ই বাকযুদ্ধ চলতেই থাকে। কারণ তারা দুজনেই শাকিব খানের সন্তানের মা।
সম্প্রতি বাবা দিবস উপলক্ষে ফেসবুকে অপু বিশ্বাস এবং বুবলী শাকিব খান এবং তার সন্তানদের নিয়ে পোস্ট দিয়েছেন। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কানাঘুষো। আর এর প্রতিক্রিয়া প্রকাশ করছেন নেটিজেনরাও। যেখানে তারা দাবি করছেন, একজন নায়িকা শাকিবের বিষয়ে পোস্ট দিলেই অপরজনও পাল্টা মন্তব্য বা স্ট্যাটাস দিয়ে নিজের শক্ত উপস্থিতি আছে বোঝায়।
আর এই পরিস্থিতি নিয়েই বিরক্তি প্রকাশ করেছে অপু বিশ্বাস। রোববার (১৫ জুন) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক খোলামেলা বার্তা শেয়ার করেন। এতে তিনি লিখেন, প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, আমি লক্ষ্য করছি, যখনই আমি আমার ব্যক্তিগত মুহূর্ত বা ছেলের সঙ্গে বিশেষ কিছু সময় শেয়ার করি, তখনই অপ্রয়োজনীয়ভাবে এক ধরণের প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
অপু বিশ্বাস বলেন, আমি একজন মা, একজন অভিনেত্রী এবং একজন উদ্যোক্তা। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে তার। ক্যামেরার বাইরে আমার জীবন একজন সাধারণ নারীর মতোই। হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্নের সঙ্গে এগিয়ে চলেছি। আমি কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করছি না। আমার সম্পর্ক এবং জীবনের বিভিন্ন অধ্যায় দর্শকরা জানেন। আমি শুধু আমার ছেলের জন্য সময় দিই এবং তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। এটি শুধুমাত্র জয়ের ভালো শৈশব ও মানসিক বিকাশের জন্য। যদি এতে কারও অস্বস্তি হয় সেটি আমার দায় নয়।
অপু আরও বলেন, অনেক দিন ধরেই লক্ষ্য করছি, আমার সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন এক ধরনের পাল্টা প্রচেষ্টা শুরু হয়। আমি স্পষ্ট বলতে চাই,আমি এই অসুস্থ প্রতিযোগিতায় অংশ নেব না। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়।
আমি এখন থেকে শুধু নিজের কাজ, নিজের ছেলে এবং ভক্তদের সময় দিতে চাই। আমি কারো সঙ্গে প্রতিযোগিতা করতে এখানে আসিনি। আমি আমার জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, তারা জানেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি কখনও তাদের বিশ্বাস ভাঙতে চাই না এবং নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে তুলনা করতে রাজি নই।
আর যেই না অপু বিশ্বাস নিজের ভেরিফাইড একাউন্টে তার এমন ব্যক্ত উপস্থাপন করে পোস্ট করেন,সাথে সাথেই এর প্রতিক্রিয়ায় প্রায় দেড় লাখ রিয়্যাক্ট, ২০ হাজারেরও বেশি মন্তব্য এবং এক হাজারেরও বেশি শেয়ার করেছেন তার অনুরাগীরা।
এসকে//