দেশজুড়ে

বন্ধুকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে আটক দুই

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

প্রেমঘটিত বিষয় পরিবারে জানিয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে গিয়ে উল্টো ফেঁসে গেল দুই বন্ধু। ইয়াবা দিয়ে বন্ধুকে ফাঁসানোর পরিকল্পনা করেও শেষ পর্যন্ত নিজেরাই ধরা পড়লেন পুলিশের হাতে।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। গ্রেপ্তারকৃতরা হলেন—জুয়েল হক, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের বাসিন্দা এবং মনির হোসেন, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা সাতকুড়ারপাড় এলাকার আছকের আলীর ছেলে।

পুলিশ জানায়, মূল পরিকল্পনাকারী ছিলেন জুয়েল। তার বন্ধু মিলন মিয়া একটি প্রেমের বিষয় জুয়েলের পরিবারকে জানিয়ে দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন।

এরপর মনিরকে সঙ্গে নিয়ে মিলনকে মাদকের মামলায় ফাঁসানোর ছক কষে জুয়েল। এজন্য ১০ হাজার টাকায় ইয়াবা সংগ্রহ করে মিলনের মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখেন জুয়েল।

এরপর মনির নিজেই শনিবার (১৪ জুন) পুলিশকে ফোন করে জানায়, একজনের মোটরসাইকেলে ইয়াবা রয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে এগারো মাথা বাজার থেকে মোটরসাইকেলটি জব্দ করে এবং সিট খুলে ৬৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তবে মোটরসাইকেলের মালিক মিলন জিজ্ঞাসাবাদে ইয়াবার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞতার কথা জানান, যা পুলিশের সন্দেহ বাড়িয়ে তোলে। পরে পুলিশ মনিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনার পেছনে জুয়েলের ভূমিকা ফাঁস করে দেয়।

রোববার (১৫ জুন) ভোরে পুলিশ জুয়েলকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে পুরো পরিকল্পনার কথা স্বীকার করে নেয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘প্রথমে মনে হয়েছিল এটি সাধারণ একটি মাদক উদ্ধার। কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। কৌশলে জিজ্ঞাসাবাদে আসল ঘটনা ধরা পড়ে। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই পরিকল্পনা করা হয়েছিল।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন নাগেশ্বরী থানার এসআই অলকান্ত রায়। মামলার তদন্ত করছেন এসআই প্রভাত চন্দ্র রায়। দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #আটক #গ্রেপ্তার #মাদক