আন্তর্জাতিক

তেহরানের আকাশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বিবিসি

ইরানের রাজধানী তেহরানের আকাশ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরাইল। এছাড়া ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের এক তৃতীয়াংশ ধ্বংসের দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। যদিও এখনও হামলা পালটা হামলা চালাচ্ছে দুই দেশ।

সোমবার (১৬ জুন) ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডাফরিন এ দাবি করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ডাফরিন বলেন, ইসিরাইলি সেনাবাহিনী ইরানের ১২০ টির অধিক মিসাইল নিক্ষেপন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে গত রাতেই ইসরাইলে হামলার আগ মুহুর্তে ইরানের ২০ টি মিসাইল নিক্ষেপন কেন্দ্র ধ্বংস করে তারা।

তিনি বলেন, ইরানের মধ্যাঞ্চল ইশফাহানের সামরিক স্থাপনাসহ ১০০ টি লক্ষ্যবস্তুতে ইসরাইল হামলা করেছে। ৫০ টি যুদ্ধ বিমানকে ইরানের মিসাইল ভান্ডার, নিক্ষেপণ কেন্দ্র ও কমান্ড সেন্টার ধ্বংসের জন্য পাঠানো হয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইসরাইল দেশটির ইলাম প্রদেশের মুসিয়ান পৌর এলাকায় নির্মম হামলা চালিয়েছে। ওই এলাকার ফায়ারর সার্ভিসের দপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত ড্রোন গুলি করে ভূপাতিত করার কথাও জানায় তাসনিম নিউজ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #তেহরান #আকাশ