দেশজুড়ে

১১ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সার্ভার জটিলতার কারণে টানা ১১ দিন বন্ধ ছিলো দিনাজপুরের হিলি স্থলবন্দর। আজ সোমবার (১৬ জুন) ১১ দিন পর শুরু হয়েছে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক। 

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাসহ সাপ্তাহিক ছুটির কারণে গেল ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা থাকলেও ভারতের কাস্টমসে সার্ভার জটিলতার কারণে দুদেশের মধ্যে কোনো প্রকার আমদানি-রপ্তানি করা সম্ভব হয়নি।

তবে আজ সোমবার দুপুর ১২টা থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। তবে এসময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

এমএ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #দিনাজপুর #হিলি বন্দর