আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় ইরান

ফাইল ছবি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরানের পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক ইস্যুতে গতকালের পূর্বনির্ধারিত কূটনৈতিক আলোচনা স্থগিত হয়েছে। এর প্রেক্ষিতে ইসমাঈল বাকাই আজ এ মন্তব্য করলেন।

প্রতিবেদনে বলা হয়,  যুক্তরাষ্ট্রকে ইরানের ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলার সমালোচনা করতে বলেছে তেহরান। পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে এটা করতে হবে ইরান জানিয়েছে

ইসমাঈল বাকাই বলেন,  বর্তমান পরিস্থিতিতে আলোচনাকে অর্থহীনউল্লেখ করে মুখপাত্র আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলি হামলার সমালোচনা করতে হবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান