জাতীয়

এক মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

আগামী এক মাসের মধ্যে গুম সংক্রান্ত একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই আইনের অধীনে একটি স্বাধীন ও শক্তিশালী তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গুমের অভিযোগ তদন্ত ও বিচারের অঙ্গীকার নিয়েই অন্তর্বর্তী সরকার কাজ করছে। নতুন আইনটি প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে, আশা করছি আগামী এক মাসের মধ্যে এটি চূড়ান্ত হবে।’

উপদেষ্টা জানান, জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। তারা সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছে। বিশেষ করে বাংলাদেশ এই আন্তর্জাতিক চুক্তির সদস্য হওয়ায় এবং গুম তদন্ত কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করায় সন্তোষ প্রকাশ করেছে দলটি।

আসিফ নজরুল, ‘প্রতিনিধিরা আরও কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তারা গুমবিষয়ক কমিশনের কার্যকাল বাড়ানোর পরামর্শ দিয়েছেন এবং গুমের শিকার পরিবারকে ‘মিসিং পার্সন সার্টিফিকেট’ দেওয়ার বিষয়েও কথা বলেছেন, যাতে তারা উত্তরাধিকার ও অন্যান্য নাগরিক সুবিধা পেতে পারে।’

আইন উপদেষ্টা জানান, যারা দীর্ঘদিন নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানের জন্য একটি ‘কমিশন অন সার্চ’ গঠনের বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারের উদ্যোগে জাতিসংঘের প্রতিনিধিরা সমর্থন জানিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘তারা আপাতত বুদ্ধিবৃত্তিক সহায়তা দেবে এবং ভবিষ্যতে প্রয়োজনে কারিগরি সহযোগিতা দিতেও আগ্রহ প্রকাশ করেছে। তবে আর্থিক সহায়তা প্রয়োজন হবে না।’

এ সময় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিষয়টি এখনো পর্যালোচনার অধীন। ‘সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইন করেনি। এ বিষয়ে গঠিত কমিটি দ্রুতই উপদেষ্টা পরিষদে প্রতিবেদন দেবে। তখন পর্যন্ত কর্মচারীদের ধৈর্য ধরার অনুরোধ করছি, যেন সরকারি কাজকর্মে বিঘ্ন না ঘটে।’

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আইন উপদেষ্টা #আসিফ নজরুল #গুম #গুম কমিশন