ফুটবল

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে স্পিডের ঠাট্টা!

ভিআইপি বক্সে বসে খেলা দেখছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও আমেরিকার বিখ্যাত ইউটিউবার আইশোস্পিড।   

ইন্টার মায়ামি ও আল আহলির মধ্যকার ক্লাব বিশ্বকাপের সেই ম্যাচ উপভোগের এক পর্যায়ে আইশোস্পিডকে ১ মিনিটের জন্য ফিফার সভাপতি হওয়ার প্রস্তাব দেন ইনফান্তিনো। মজার ছলে করা সেই প্রস্তাবে সাথে সাথে রাজি হয়ে যান স্পিড।  ফিফা সভাপতি তার চেয়ার থেকে উঠে যান, তখন স্পিড একটি ব্লেজার গায়ে দিয়ে সেই চেয়ারে বসে পড়েন। সভাপতি হয়েই তিনি ঘোষণা দেন, “রোনালদো বিশ্বকাপ জিততে চলেছে।” সাথে রোনালদোকে  ‘পেনাল্টিও’ দিয়ে দেন।

২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্ক ছিল। স্পিড যেন সেই ঘটনাটিই মনে করিয়ে দিলেন ফিফার সাময়িক দায়িত্ব নিয়ে।

আইশোস্পিড ক্রিশ্চিয়ানো রোনালদোর কট্টর ভক্ত এবং লিওনেল মেসিকে কেউ প্রশংসা করলে তা সহজে মেনে নিতে পারেন না। তবুও, ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসির সাথে সাক্ষাতের আশায় টানেলে অপেক্ষা করছিলেন স্পিড। কিন্তু আর্জেন্টাইন তারকা তাঁকে উপেক্ষা করে চলে যান।

 

 

পরবর্তীতে সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর সঙ্গে দেখা হয় স্পিডের। মেসির সাবেক সতীর্থকে পেয়ে তিনি আবদার করেন, মেসির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিতে। কিন্তু আগুয়েরো সাক্ষাৎ করানোর বদলে রোনালদোর এই ভক্তের সাথে মজা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #স্পিড