আন্তর্জাতিক

সুর পাল্টালেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-ইসরাইল চলমান সংঘাত বিষয়ে আগের দেওয়া হুমকি থেকে সুর পাল্টালেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা তাদের নেই। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সোমবার (১৬ জুলাই) বিবৃতিতে কাৎজ বলেন, ‘আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না; যেমন ওই খুনি স্বৈরশাসক (ইরান সরকার) ইসরাইলের নাগরিকদের ক্ষতি করে।’

অথচ কাৎজ এর আগে বলেছিলেন, ‘তেহরানের জনগণকে স্বৈরাচারের মূল্য দিতে হবে। রাজধানীর যেসব এলাকায় সরকার ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে, সেসব এলাকা থেকে তাদেরকে সরে যেতে হবে।

কাৎজ আরো বলেছিলেন, ইরানের হামলার জবাবে তেহরানের মানুষকে খুব শিগগিরই মূল্য দিতে।  

এদিকে গেল চারদিনে ইসরাইলী হামলায় ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গেল শুক্রবার ইসরাইলের হামলা শুরুর পর থেকে এসব লঞ্চার ধ্বংস করা হয়েছে। যা ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় এক-তৃতীয়াংশ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এফি ডেফরিন বলেছেন, রোববার রাতেই ইসরাইলি বিমান বাহিনী ইরানের ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। তিনি জানান, ইসরাইল প্রায় ৫০টি যুদ্ধবিমান ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান শহরের ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কারখানা, লঞ্চার এবং কমান্ড সেন্টার রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইরান ইসরাইল সংঘাত