ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’। এমন হুঁশিয়ারি জানিয়েছেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সদর দপ্তর পাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। এরপর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এই হুমকি দেন।
কাৎজের বিবৃতির সূত্র ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’। তেহরানের ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।