আন্তর্জাতিক

পুতিন-এরদোয়ান ফোনালাপ

ইসরাইল সমগ্র অঞ্চলকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইরানে আক্রমণ ও সহিংসতা করে ইসরাইল সমগ্র অঞ্চলকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে তিনি একথা বলেন। তুর্কি প্রশাসনের বরাত দিয়ে সোমবার (১৬ জুন) রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান বলেছেন, ইরানের ওপর ইসরাইলের আক্রমণের কারণে সৃষ্ট সহিংসতা সমগ্র অঞ্চলের নিরাপত্তা বিপন্ন করেছে।  নেতানিয়াহু সরকারের আইনহীন অবস্থান আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি। 

এরদোয়ান আরো বলেছেন, ইরানে ইসরাইলের আক্রমণ 'গাজায় গণহত্যা থেকেও মনোযোগ সরাতে পারবে না।'

একতরফা পদক্ষেপ নিয়ে ইসরাইল  এই অঞ্চলে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন 'প্রকট সম্ভাবনা' সম্পর্কেও সতর্ক করেছেন এরদোয়ান। 

১৩ জুন রাতে ইসরাইল  ইরানের মাটিতে আক্রমণ শুরু করে। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধমূলক হামলা করে।

পরের দিনগুলোতে ইসরাইল  এবং ইরান আবারও পাল্টাপাল্টি হামলা চালায়। দুই পক্ষেই হতাহত ও ক্ষয়ক্ষতি হচ্ছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তুরস্ক #ইরান #ইসরাইল