ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিরা আনন্দ উদ্যাপন করেছেন। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, আনন্দ উদ্যাপনের কথা শোনার পর ইসরাইলি কর্মকর্তারা কারাগারে বন্দীদের ওপর নিপীড়ন চালিয়েছে।
ইসরাইলি কারা পরিষেবা বলেছে, মধ্য ইসরাইলের এক কারাগারে ফিলিস্তিনি বন্দিরা উদ্যাপন করেছে এমন শব্দ শোনা গেছে।
কারা পরিষেবাগুলোর শেয়ার করা একটি ভিডিওতে সশস্ত্র সৈন্যরা একটি কারাগারে ঢুকে আক্রমণ করে। এসময় বন্দীদের দিকে বন্দুক তাক করে সৈন্যরা।
সিএনএন জানিয়েছে, বন্দীদের মধ্যে একজনকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গেছে। একজন অফিসার তার হাত বেঁধে রেখেছেন। অন্য একজনকেও চোখ বেঁধে রাখা অবস্থায় দেখা যায়। এছাড়া বেশ কয়েকজনকে কুঁকড়ে ধরে তাদের সেল থেকে বের করে আনা হয়।
ইসরাইলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দীদের একটি ট্রাইব্যুনালে হাজির করে 'শাস্তিমূলক ব্যবস্থা' নেয়া হয়। তবে কীভাবে বা কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানায়নি।
ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির বলেছেন, ইসরাইলে ইরানের হামলায় কেউ আনন্দের প্রকাশ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, যারা ইরানকে সমর্থন করে তাদের জন্য শূন্য সহনশীলতা।