ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে একটি হাসপাতালে হামলা করেছে ইসরাইল। প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে। কয়েকজন রোগী আহত হয়েছেন।
এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওর বরাত দিয়ে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হামলায় কেরমানশাহে ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে। ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভিডিওচিত্র যাচাই করেছে সিএনএন।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিট। কাচ ভেঙ্গে এবং ছাদ ধসে এই ইউনিটের রোগীরা আহত হয়েছেন।
ইসরাইল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা করেছে। এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাঘাই বলেছেন, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস বিচার করবে; এই (ইসরাইল) শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে।
তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিএনএনকে জানায়, তারা ইরানে কোনো হাসপাতালের ওপর হামলার বিষয়ে জানে না।