ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আলজাজিরা জানিয়েছে, এই হামলা খুব সম্প্রতি ঘটে এবং এখন পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ১০টা) হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এক সংক্ষিপ্ত ঘোষণায় জানিয়েছে যে, তারা এখন ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু।
এ হামলার আগেই, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সম্পর্কে একটি কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরানের প্রচারণা কেন্দ্রটি ‘অদৃশ্য হয়ে যাবে’। এই মন্তব্যটি এএফপি সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত হয়েছে।
এর আগে, ইসরাইল ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও হামলা চালায়। এতে হাসপাতালের ছাদ ধসে পড়ে এবং কিছু রোগী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং যুদ্ধাপরাধের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। ফারস ও তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিও অনুযায়ী, কেরমানশাহর ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে এবং বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, যা সিএনএনও নিশ্চিত করেছে।
তেহরানে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, ইসরাইল বিশেষভাবে হাসপাতালটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করার পাশাপাশি এটি যুদ্ধাপরাধও বটে। বাঘাই আরও বলেন, এই ধরনের শাসন এবং তাদের সমর্থকদের জন্য ইতিহাসে লজ্জার কারণ হয়ে থাকবে।
এমএ//