বিনোদন

প্রকৃতির কোলে রোমান্টিক সময় কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে স্বামী সনি পোদ্দারের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শ্রীলঙ্কায় ভ্রমণে গিয়েছেন। আর সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় তিনি সেখানে অসাধারণ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দ্রুতই দর্শকমহলে ছড়িয়ে পড়েছে। 

মিমের একটি ছবিতে দেখা গেছে, কন্দালামা হ্রদের পাড়ে এক শান্ত পরিবেশে সুইমিংপুলে জলকেলি করছেন তিনি। চারপাশে পাহাড় এবং নীল জলরাশি তার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে।

ছবির সঙ্গে তিনি যে ক্যাপশন দিয়েছেন, তা ছিল যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়। এই ছবিটি তার ভক্তদের মন জয় করেছে।

মিমের ভ্রমণপ্রীতি নতুন কিছু নয়। এর আগে তিনি পরিবার নিয়ে থাইল্যান্ডও ভ্রমণ করেছিলেন। তবে এবার তার সঙ্গী হয়েছেন তার জীবনসঙ্গী সনি পোদ্দার। দুজনে মিলে শ্রীলঙ্কার অসাধারণ দৃশ্য উপভোগ করছেন। এদিকে অভিনয়ে বেশ কিছুদিন না থাকলেও মিমের জনপ্রিয়তা এখনও কমেনি।

উল্লেখ্য, ২০২২ সালে ‘দামাল’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। তার আগেও ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পারণ’ ছবিটি তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিল। তবে এরপর থেকে মিম আর নতুন কাজ হাতে নেননি। কারণ তিনি ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন।

অবশ্য সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা বেশ ভালোই। তার ভ্রমণ, ফ্যাশন এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি তার ভক্তদের কাছে খুবই জনপ্রিয়।

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #অভিনেত্রী বিদ্যা সিনহা মিম #শ্রীলঙ্কা