আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানে উদ্বিগ্ন চীন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের কারনে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বাড়াতে গভীরভাবে উদ্বিগ্ন চীন। এমন মন্তব্য করেছেন চীনের পেসিডেন্ট শি চিন পিং। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর এই প্রথম মন্তব্য করলেন চীনের প্রেসিডেন্ট। 

 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আমেরিকান সংবাদ সংস্থা সিএনএন এ খবর  জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডেরবিরোধিতা করে।

তিনি আরও বলেন, সামরিক সংঘাত কোনো সমাধান নয়। কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেখানে দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন চীনা প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট আরও বলেন, যত দ্রুত সম্ভব সব পক্ষকে এই সংঘাত প্রশমনে কাজ করতে হবে। চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে কাজ করতে প্রস্তুত

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চীন #ইরান- ইসরাইল