রাজনীতি

বয়কট করলেও, সংলাপে ফিরবে জামায়াত : প্রেস সচিব

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিন বয়কট করলেও। দ্বিতীয় দিন জামায়াতে ইসলামী যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সকালেই বলেছেন, দ্বিতীয় দফার সংলাপে তারা যোগ দেবেন না।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে প্রেস সচিব জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের পর  এসব কথা বলেন।

তিনি বলেন, "জামায়াতে ইসলামী আগামীকাল (বুধবার) যোগ দেবে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। একদিন অনুপস্থিত থাকতেই পারে। আগামীকাল ভালোভাবে থাকবে।"

প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি একপাক্ষিক আচরণ করছে বলে জামায়াত ও এনসিপির উদ্বেগের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, "আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা মেনটেইন করছি। জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সবাইকে আমাদের অংশীজন মনে করি। আমার মনে হয় না যে এটা সত্য। আমরা সর্বোচ্চ নিরপেক্ষতায় আছি। এক কথায় সব দিক থেকে আমরা নিরপেক্ষ।

"বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখছে না।"

পরে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ জানান, "সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে উনারা কালকে আসবেন।"

এর আগে মধ্যাহ্ন বিরতির সময়ে উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দারের কাছে জামায়াতের যোগ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জামায়াতে ইসলামী প্রতীকী বয়কট করেছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রেস সচিব