আন্তর্জাতিক

বিশ্ব দৃঢ় পদক্ষেপ না নিলে,ইসরাইলের অপরাধে সহায়তা করা হবে : জর্ডান বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইসরায়েল-ইরান সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইন। ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় তিনি এ আহ্বান জানান। এসময়  এই সংঘাতকে বৈশ্বিক হুমকি বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ইসরায়েল যেহেতু তাদের হামলার পরিসর ইরান পর্যন্ত বিস্তৃত করেছে একারনে  বলা কঠিন, এই যুদ্ধক্ষেত্রের সীমা কোথায় গিয়ে থামবে। এটা বিশ্বের প্রতিটি মানুষের জন্যই হুমকি।

তিনি আরও বলেন, ‘এই সংঘাতের অবসান ঘটতেই হবে। বিশ্ব এখন দৃঢ় পদক্ষেপ না নিলে, ইসরায়েলের অপরাধে এক প্রকার সহায়তা করার নামান্তর হবে।

আই/এ