আন্তর্জাতিক

'অমানবিক' আখ্যা দিয়েছে জাতিসংঘ

গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরাইলি বাহিনীর হামলায় ৬৫ জন নিহত

গাজার খান ইউনিসে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জনতার ওপর ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও ড্রোন  হামলায় ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি। খবর ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা  রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী প্রথমে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ও পরে ট্যাংক থেকে শেল নিক্ষেপ করে। এতে হতাহত হয়।

ঘটনায় আহতরা স্থানীয় নাসের হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখানে অনেককে মেঝেতে শুইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, ঘটনায় ৫১ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসকরা আরও জানান, মঙ্গলবার (১৭ জুন) গাজা উপত্যকার অন্য জায়গায় ইসরায়েলি গুলিবর্ষণ ও বিমান হামলায় আরও ১৪ জন নিহত হয়েছেন। এদিন সবমিলিয়ে ৬৫ জন নিহত হয়েছেন।

এই ঘটনার মধ্য দিয়ে গত তিন সপ্তাহে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা আরো বাড়লো। এই পরিস্থিতিকে 'অমানবিক' আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ত্রান #ইসরাইলি #হামলা