আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইরান ও ইসরাইলের সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে চায় রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা জানিয়েছে, নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত আছে।

তবে পেসকভ জানান, ‘বর্তমানে তারা ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছেন না।

ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র । কিন্ত ইসরাইলকে দূরে ঠেলে না দেওয়ার কৌশল অবলম্বন করছে মস্কো। অনেক বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে রাশিয়া।

মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ আল জাজিরাকে বলেছেন, রাশিয়া একটি অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান-ইসরাইল #রাশিয়া