আন্তর্জাতিক

তেহরানে ইসরাইলের ড্রোন কারখানার সন্ধান, সরঞ্জাম জব্দ

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

তেহরানের উপকণ্ঠে অভিযান চালিয়ে ইসরাইলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালিত একটি গোপন ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানার সন্ধান পেয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। একটি তিনতলা বাড়িতে ওই কারখানা স্থাপন করা হয়েছিলো। 

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এমন খবর জানিয়েছে। খবরে বলা হয়, গেল রোববার ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ, যেমন পাখা ও কাঠামোর অংশ আর ধাতব সরঞ্জাম দেখানো হয়। এসব যন্ত্রাংশ ড্রোন তৈরিতে ব্যবহার করা  হতো। ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন, ওই বাড়ির ভেতরেই ড্রোন করছিলো মোসাদ। 

প্রতিবেদনে বলা হয়, ড্রোন কারখানার সন্ধান পাওয়ার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকারোক্তি মিল খুঁজে পায় ইরানী নিরাপত্তা বাহিনী। 

পশ্চিমা গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছিলো, মোসাদ কর্মকর্তারা আট মাস ধরে ইরানে ড্রোন পাচার করছিলেন। ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ঠেকাতে এসব ড্রোন পাচার করা হয়। 

যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান সংবাদপত্র জানিয়েছিল, ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির আশপাশে মোসাদ এজেন্টরা অবস্থান করছেন।  সমন্বিতভাবে নাশকতা ও ড্রোন হামলা চালাতেই তারা সেখানে অবস্থান করেন। 

এই অভিযানে জব্দকরা এসব সরঞ্জাম ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল ও গাজার চলমান যুদ্ধের সময় মোসাদ ইরানের ভেতরেই সক্রিয় আছে। 

একই দিন গত রোববার তেহরানের রাস্তায় নাটকীয় কায়দায় একটি ট্রাক ধাওয়া করার দৃশ্য ক্যামেরায় দেখা যায়। ছবিতে দেখা যায় একজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা ট্রাকের পেছনে ছুটছেন। ধারণা করা হচ্ছে, ওই ট্রাকে উন্নত মানের ইসরায়েলি ড্রোন বহন করা হচ্ছিল।

পরপর দুটি গুলি চালিয়ে ওই ইরানি গোয়েন্দা কর্মকর্তা ট্রাকটি থামান। পরে ওই গাড়িতে অত্যাধুনিক ড্রোনের মজুত পাওয়া যায়।

এর আগে ওই দিনেই ইরানি গোয়েন্দারা ওই ড্রোন তৈরির গোপন কারখানাটি ধ্বংস করে। গোয়েন্দারা ধারণা করছেন, ওই বাড়িটি ড্রোন তৈরির পাশাপাশি গুপ্তচরবৃত্তি কিংবা নাশকতার আস্তানা ছিলো। 

ইরানের নিরাপত্তা কর্মকর্তারা বরাবরই বলছেন, ইসরায়েল অনেক বছর ধরে ইরানের ক্ষতি করার চেষ্টা করছে। 

গেল শুক্রবার ভোররাতে ইসরায়েল হঠাৎ ইরানে হামলা করে। ওই হামলায় নারী শিশুসহ অনেক সাধারণ মানুষ এবং ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। 

ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান ব্যাপক পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তেহরান #ইসরাইলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ