ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, আজ বুধবার (১৮ জুন) সকালে ইরান থেকে উৎক্ষেপণ করা মোট ১০টি ড্রোন তারা ভূপাতিত করেছে।
প্রথমে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিলো, তারা তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। পরে ইসরাইলি বাহিনী জানায়, তারা আরো সাতটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন হামলার সময় ইসরাইল অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজিয়ে ছিলো ইসরাইল সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।