ইসরাইল-ইরানের পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। পাশাপাশি ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর আরো জানায়, ইরানের হামলার কারণে ৩৮শরও বেশি মানুষকে তাঁদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। গেল শুক্রবার থেকে ইরান ইসরাইল সংঘাত শুরু হয়ে এখনো চলছে।